Header Ads

Header ADS

Baba saheb dr. Bhim rao ambedkar

1). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের সংবিধানের জনক।

2). বাবাসাহেব ডঃ আম্বেদকর আধুনিক ভারতের জনক।

3). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের নারীর অধিকার ফিরে পাবার জনক।

4). বাবাসাহেব ডঃ আম্বেদকর SC/ST/OBC ক্ষমতার জনক।

5). বাবাসাহেব ডঃ আম্বেদকর SC/ST/OBC র অধিকারের জনক।

6). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের রিজার্ভ ব্যাংকের জনক।

7). বাবাসাহেব ডঃ আম্বেদকর বহুমুখী নদী পরিকল্পনার জনক।

8). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতে বৌদ্ধ ধম্মের পুনর্জাগরণের জনক।

9). বাবাসাহেব ডঃ আম্বেদকর সংখ্যালঘু শ্রেণীর ক্ষমতায়নের  জনক।

10). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের  বহুজন আন্দোলনের জনক।

11). বাবাসাহেব ডঃ আম্বেদকর সাংবিধানিক রক্ষাকবচের জনক।

12). বাবাসাহেব ডঃ আম্বেদকর আধুনিক ভারত সহ পৃথিবীর অর্থনীতির জনক।

13). বাবাসাহেব ডঃ আম্বেদকর স্বাধীন ভারতের জলসেচ পরিকল্পনার জনক।

14). বাবাসাহেব ডঃ আম্বেদকর স্বাধীন ভারতের বিদ্যুৎ ব্যবস্থার জনক।

15). বাবাসাহেব ডঃ আম্বেদকর হিন্দু কোড বিলের জনক।

16). বাবাসাহেব ডঃ আম্বেদকর জয় ভীম ভাষ্যের জনক।

17). বাবাসাহেব ডঃ আম্বেদকর আধুনিক ভারতের ব্রাহ্মণ্যবাদ ধ্বংসের জনক।

18). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের জাত ব্যবস্থা ধ্বংসের উপায়ের জনক।

19). বাবাসাহেব ডঃ আম্বেদকর আধুনিক ভারতবর্ষে স্বাধীনতা-সাম্য-মৈত্রী নীতির পুনর্জাগরণের জনক ।

20). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতে সংসদীয় গণতন্ত্রের পুনর্জাগরণের জনক।

21). বাবাসাহেব ডঃ আম্বেদকর আধুনিক ভারতে মনুস্মৃতি দহনের জনক।

22). বাবাসাহেব ডঃ আম্বেদকর  ভারতের শোষণ মুক্তির জনক।

23). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের শ্রমিক অধিকারের জনক।

24). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের কৃষক অধিকারের জনক।

25). বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতের চাকুরিজীবি মানুষের অধিকারের জনক।

26). বাবাসাহেব ডঃ আম্বেদকর অস্পৃশ্য মানুষের সমস্যার প্রতি রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণের জনক।

27). বাবাসাহেব ডঃ আম্বেদকর নারী মুক্তির জনক।

28). বাবাসাহেব ডঃ আম্বেদকর নারী ক্ষমতায়নের জনক।

★★★★★★★★★★★★★★★★★★

 বাবাসাহেব ডঃ আম্বেদকরের জীবনের প্রধান ঘটনাবলী :-

1). 1891 , 14ই এপ্রিল = বাবাসাহেব ডঃ আম্বেদকরের জন্ম।

2). 1896 = বাবাসাহেব ডঃ আম্বেদকরের মা ভীমাবাঈ আম্বেদকরের প্রয়াণ।

3). 1900 , নভেম্বর = Government High School'এ বাবাসাহেব ডঃ আম্বেদকরের শিক্ষাজীবন শুরু হয়।

4). 1904 = বাবাসাহেব ডঃ আম্বেদকর Elphistone High School'এ ভর্তি হন।

5). 1906 - আম্বেদ্কর ও রমাবাঈ'র বিবাহ । রমাবাঈ ছিলেন  ভিকু ওয়ালঙ্করের কন্যা ।

6). 1907 - আম্বেদ্করের ম্যাট্রিকুলেশন পাশ । প্রাপ্ত নম্বর 750 এর মধ্যে 382

7). 1908, জানুয়ারি - এস.কে.বোলের সভাপতিত্বে এক   সম্বর্ধনা সভায় আম্বেদ্কর কে সম্মান জানানো হয়। উক্ত সভায় কে.এ.কেলুস্কর গুরুজির নিজের লেখা  'গৌতম বুদ্ধের জীবনী' বই টি আম্বেদ্কর কে উপহার দেন ।

8). 1912, ডিসেম্বর- আম্বেদ্করের পুত্র, যশোবন্তের জন্ম ।

9). 1913, জানুয়ারি  - আম্বেদ্কর পার্সি ও ইংরেজি বিষয়ে বোম্বে ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন। প্রাপ্ত নম্বর 449/1000

10). 1913 , 1লা ফেব্রুয়ারি = বাবাসাহেব ডঃ আম্বেদকরের বাবা রামজি শকপালের প্রয়াণ।

11). 1913, জুলাই - আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে আম্বেদ্কর উচ্চশিক্ষার জন্য যান।

12). 1915, 5 ই জুন- অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অন্যান্য বিষয় ছিলো সমাজতত্ত্ব,ইতিহাস,দর্শন,নৃতত্ত্ববিদ্যা,রাষ্ট্রবিজ্ঞান ।

13). 1916, মে -  কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর ড. গোল্ডেনওয়েইযারের নৃতাত্ত্বিক সেমিনারে পঁচিশ বছরের যুবক  আম্বেদ্কর "The Castes in India" শীর্ষক গবেষণামূলক পেপার পাঠ করেন  এবং আম্বেদ্কর  পিএইচডি র জন্য " The National Dividend of India - A Historical and Analytical Study " শীর্ষক থিসিস লেখেন।

14). 1917, মে - " The Castes in India " শীর্ষক গবেষণামূলক পেপারটি The Indian Antiquary জার্নালে প্রকাশিত হয়। ( তথ্যসূত্র:- www.biographyonline.in )

15). 1916 June - Ambedkar left Columbia University after completing work for the PhD.And to join the London School of Economics and Political Science as a graduate student.

16). 1917 -  Columbia University conferred a Degree of PhD on Ambedkar.

17). 1917 June -  Ambedkar returned to India after spending a year in London working on the Thesis for the M sc ( Economics ) degree.The return , before completion of the work , was necessitated by the termination the Scholarship granted by the Baroda State.

18). 1917 ,  July -  Ambedkar joined as Secretary to the Maharaja of Baroda with view to being groomed for the post of the State Finance Minister.  Ambedkar left shortly due to ill treatment meted out to him because of his lowly caste. Ambedkar published " Small Holdings in Indian and Their Remedies.

19). 1918 - বাবাসাহেব 'Southborough Commission'  এর সামনে নির্যাতিত শ্রেণীর পক্ষ থেকে বিভিন্ন দাবী পেশ করেন । নাগপুরের 'Depressed Classes Mission' এর সভায় বাবাসাহেব ভাষণ প্রদান ।

20). 1918 ,  নভেম্বর- বোম্বের 'Sydenham College of Commerce and Economics'  কলেজে ড.আম্বেদ্কর  Political Economy'র প্রফেসর পদে যোগ দেন।

21). 1920 , 31শে জানুয়ারী -  বাবাসাহেব ' মূকনায়ক ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন নন্দরাম ভাটকর ও পরবর্তী সম্পাদক হন ডান্দের গোলাপ । মূকনায়ক প্রকাশের জন্য ছত্রপতি শাহু মহারাজ আম্বেদ্করকে  দুই হাজার টাকা অর্থ সাহায্য করেন।

22). 1920, 21শে মার্চ-  বাবাসাহেব ড. আম্বেদ্কর 'Depressed  Classes Conference' এর সভায় যোগ দেন।

23). 1920 ,  মে - নাগপুরে অনুষ্ঠিত 'Depressed Classes Mission' এর সভায় বাবাসাহেব বক্তব্য রাখেন।

24). 1920 , সেপ্টেম্বর- বাবাসাহেব উচ্চ শিক্ষার জন্য আবার লন্ডন যান এবং London School of Economics ও Grace Inn থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।

25). 1921, জুন- বাবাসাহেব আম্বেদ্করের থিসিস পেপার " Provincial Decentralisation  of Imperial  Finance British India "  M.Sc ( Econ) ডিগ্রির জন্য গৃহীত হয়।

26). 1922-23 - বাবাসাহেব জার্মানির বন(Bonne) ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন ।

27). 1923 , মার্চ - বাবাসাহেব আম্বেদ্করের থিসিস পেপার " The Problem  of the Rupee - Its origin and its Solution " D.Sc ( Econ) ডিগ্রির জন্য গৃহীত হয় ।

28). 1923, এপ্রিল- বাবাসাহেব আম্বেদ্কর বম্বে ফিরে আসেন ।

29). 1923, জুন- বাবাসাহেব আম্বেদ্কর ব্যারিস্টারী শুরু করেন।

30). 1923, ডিসেম্বর- বাবাসাহেব আম্বেদ্করের বিখ্যাত থিসিস পেপারটি  - "The Problem of the Rupee- Its origin and its Solution " লন্ডনের P.S.king & Company  প্রকাশ করে।

● এই থিসিস পেপারটি 1947 সালের মে মাসে " History of Indian Currency and Banking Vol.1 " শীর্ষক রচনায় পুনর্মুদ্রিত হয়।

31). 1924, 20 জুলাই- বাবাসাহেব আম্বেদ্কর 'বহিষ্কৃত হিতকারিণী সভা' প্রতিষ্ঠা করেন। 1860 সালের Act অনুযায়ী রেজিস্ট্রিকৃত করা হয় । এই সভার প্রধান অফিস ছিল দামোদর হল, বম্বে-12 । এই সভার প্রথম সভাপতি ছিলেন স্যার চিমনলাল হরিলাল, সহ-সভাপতি ছিলেন মেয়ার নিশিম, রুস্তমজী জীনওয়ালা , জি. কে. নরিম্যান , ড আর. পি. পারাঞ্জপাই , ড. ভি. পি. চ্যাবন, বি. জি. খের ।  'বহিষ্কৃত হিতকারিণী সভা'র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাবাসাহেব আম্বেদ্কর ,  সম্পাদক ছিলেন এস. এন. শিবতর্কার, কোষাধ্যক্ষ ছিলেন এন. টি. যাদব ।

32). 1926 - বাবাসাহেব আম্বেদ্কর  Royal Commission  ( Hilton Young Commission) এর সামনে নিজের বক্তব্য পেশ করেন।
এই বছর বাবাসাহেব আম্বেদ্কর Bombay Legislative Council এ মনোনীত হন।

33). 1927, 20 ই মার্চ = বাবাসাহেব ড. আম্বেদ্কর মাহাড় সত্যাগ্রহ শুরু করেন। চৌদার পুকুর অভিযান করেন।

34). 1927, 3রা এপ্রিল = বাবাসাহেব ড. আম্বেদ্কর মারাঠি ভাষায় 'বহিষ্কৃত ভারত' ( Bahiskrit Bharat) নামে একটি পাক্ষিক (Fortnightly) পেপার প্রকাশ করেন।

35). 1927, সেপ্টেম্বর =  বাবাসাহেব আম্বেদ্কর ' সমাজ সমতা সংঘ ( SAMAJ SAMATA SANGH ) প্রতিষ্ঠা করেন।

36). 1927, ডিসেম্বর - বাবাসাহেব আম্বেদ্কর দ্বিতীয় মাহাড় সম্মেলনে উপস্থিত হন।

37). 1927, 25 শে ডিসেম্বর- বাবাসাহেব আম্বেদ্কর মনুস্মৃতি দহন করেন।

38). 1928, মার্চ- বাবাসাহেব আম্বেদ্কর " Bombay Legislative Council " এ ' Vatan Bill ' পেশ করেন।

39). 1928,মে- বাবাসাহেব আম্বেদ্কর " Indian Statutory Committee ( Simon Commission) " এর সামনে নিজের বক্তব্য তুলে ধরেন ।

40). 1928, জুন - বাবাসাহেব আম্বেদ্কর বম্বের " Government Law College "  এ প্রফেসর পদে যোগ দেন। এই একই বছরে বাবাসাহেব আম্বেদ্কর   ঐ কলেজের প্রিন্সিপাল পদের দায়িত্বভার গ্রহণ করেন।

41). 1928, 23শে অক্টোবর- Simon Commission,  Central Committee,  Bombay Provincial Committee  মিলিতভাবে বাবাসাহেব আম্বেদ্করের কাছ থেকে একটি সাক্ষাৎকার গ্রহন করেন ।

42). 1930, মার্চ- কালারাম মন্দির সত্যাগ্রহ ।

43). 1930-32 - বাবাসাহেব আম্বেদ্কর লন্ডনের গোল টেবিল বৈঠক গুলিতে ভারতের অস্পৃশ্য জনগনের প্রতিনিধিত্ব করেন।

44). 1932, সেপ্টেম্বর- বাবাসাহেব আম্বেদ্কর ও মোহনদাস করমচাঁদ গান্ধীর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।

45). 1932-1934 =" Indian Constitutional Reform " বিষয়ক যৌথ পার্লামেন্টারী কমিটিতে বাবাসাহেব আম্বেদ্কর সদস্য হিসেবে মনোনীত হন।

46). 1934 = বাবাসাহেব আম্বেদ্কর প্যারেল ছেড়ে বম্বের দাদরে বসবাস শুরু করেন।

47). 1935, 26 মে = বাবাসাহেব আম্বেদ্করের স্ত্রী রমাবাঈ আম্বেদ্কর প্রয়াত হন।

48). 1935, 13 অক্টোবর = ইয়োলা কনফারেন্স ।   বাবাসাহেব আম্বেদ্কর এই কনফারেন্সে সভাপতিত্ব করেন।তিনি দৃঢ় কণ্ঠে ঘোষনা করেন - " আমি হিন্দু হয়ে জন্মেছি  কিন্তু হিন্দু হিসেবে মরব না " -
" I was born as a Hindu but I will not die as Hindu."
আম্বেদ্কর তাঁর অনুগামীদের কালারাম মন্দির প্রবেশ সত্যাগ্রহ আন্দোলন বন্ধ  করতে উপদেশ দেন।

49). 1935, ডিসেম্বর = বাবাসাহেব আম্বেদ্কর লাহোরের "জাতপাত তোড়ক মন্ডল " কর্তৃক সভাপতি হিসেবে আমন্ত্রিত হন। আম্বেদ্কর ভাষণ হিসেবে তৈরী করলেন তাঁর বিখ্যাত " Annihilation of Caste " ।  জাতপাত তোড়ক মন্ডল এই  সভা বাতিল করে এই বলে যে বাবাসাহেব আম্বেদ্করের এই বক্তব্য খুবই বিপ্লবাত্বক।

50). 1936, 11-12 জানুয়ারী = পুনেতে
" Depressed Classes Conference "  অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে সভাপতিত্ব করেন Rav. Bahadur N. Shina Raj ।  বাবাসাহেব আম্বেদ্কর এই কনফারেন্সে পুনরায় হিন্দুধর্ম ত্যাগের কথা বলেন।

51). 1936, 29 ফেব্রুয়ারি = বাবাসাহেব আম্বেদ্করের "Yeola Conference " এর ঘোষণাটি  " Chambers ( Cobblers) Of East Khandesh " কর্তৃপক্ষ  সমর্থন করেন ।

52). 1936, 15 জুন = বম্বের দেবদাসী সমাজ বম্বেতে এক অধিবেশন আহ্বান করে এবং এই অধিবেশন থেকে বাবাসাহেব আম্বেদ্করের "Yeola Conference " এর ঘোষণাকে সমর্থন করেন ।

53). 1936, 18 জুন = বাবাসাহেব আম্বেদ্কর শিখ ধর্মের স্বপক্ষে আলোচনা করেন।

54). 1936, 23 জুন = মাতং পরিষদ (Matang Parishad) বাবাসাহেব আম্বেদ্করের ' ইয়োলা ঘোষণা 'কে সমর্থন করেন।

55). 1936, অগাস্ট = বাবাসাহেব আম্বেদ্কর স্বাধীন শ্রমিক দল (Independent Labour Party) গঠন করেন। বম্বের 'Legislative Council'  এ শক্তিশালী বিরোধী দল রূপে আত্মপ্রকাশ করে এই Independent Labour Party.

56). 1936, 18 সেপ্টেম্বর = বাবাসাহেব আম্বেদ্কর শিখ ধর্ম সম্বন্ধে জানতে 13 সদস্যের এক প্রতিনিধি দল অমৃতসরের স্বর্ণ মন্দিরে পাঠান ।

57). 1936, 11 ই নভেম্বর = বাবাসাহেব ড: আম্বেদ্কর জেনিভা ও লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ।

58). 1937  = বাবাসাহেব ড: আম্বেদ্কর বম্বেতে ' Municipal Workers' Union ' গঠন করেন।

59). 1937, 14 ই জানুয়ারী = বাবাসাহেব ড: আম্বেদ্কর দেশে ফিরে আসেন ।

60). 1937, 17 ই ফেব্রুয়ারি = 1935 সালের ভারত আইন মোতাবেক ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে বাবাসাহেব ড: আম্বেদ্কর   Bombay Legislative Assembly তে নির্বাচিত হন। বম্বেতে মোট সিট ছিলো 175টি । সংরক্ষিত সিট ছিলো 15 টি । বাবাসাহেব ড:  আম্বেদ্করের Independent Labour Party 17 টি  সিটে জয়লাভ করে।

61). 1937, 17 ই মার্চ = চৌদার পুকুর অভিযান সম্পর্কিত মামলার রায় ঘোষিত হয়। এই রায়ে অস্পৃশ্য মানুষদের অধিকার বলবৎ হয়।

62). 1937, 31 শে জুলাই = বাবাসাহেব ড: আম্বেদ্করকে সম্বর্ধনা জানানো হয় চল্লিশগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন ময়দানে ।

63). 1937, 17 ই সেপ্টেম্বর = বাবাসাহেব ড: আম্বেদ্কর 'Bombay Legislative Assembly ' তে  "Abolition of Mahar Watan"  বিল উত্থাপন করেন।

64). 1931, 31 শে ডিসেম্বর = বাবাসাহেব আম্বেদ্কর শোলাপুর ডিস্ট্রিক্ট ডিপ্রেস্ড ক্লাসেস কনফারেন্সে ( Sholapur District Depressed Classes Conference) সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ।এই সভায় যাওয়ার পথে পন্ধাপুরে ( Pandhapur )   বাবাসাহেবকে এক সম্বর্ধনা জানায় পন্ধাপুরের জনতা ।

65). 1938, 4 ঠা জানুয়ারি = বাবাসাহেব আম্বেদ্করকে শোলাপুর মিউনিসিপ্যাল কাউন্সিল ( Sholapur Municipal Council) সম্বর্ধনা জানায় ।

66). 1938, জানুয়ারি = কংগ্রেস বম্বে  আইন পরিষদে একটি বিল উত্থাপন করে । বিলটির বিষয় হলো ' অস্পৃশ্য ' নামের পরিবর্তন । অস্পৃশ্য নাম পরিবর্তন করে কংগ্রেস ' হরিজন ' নাম প্রস্তাব করে। বাবাসাহেব আম্বেদ্কর এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান অস্পৃশ্যদের নাম পরিবর্তন- তাদের প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন আনতে পারে না । বাবাসাহেব ও ভৈরব গায়কোয়াড ( Bhaurav Gaikawd) হরিজন নামকরণর আইনগত দিক নিয়ে ও প্রতিবাদ জানান।বম্বে Assembly তে কংগ্রেস যখন এই বিল টি পাশ করাতে বদ্ধপরিকর,তখন Indian Labour Party'র সমস্ত সদস্যরা বাবাসাহেবের নেতৃত্বে Bombey Assembly কক্ষ থেকে ওয়াক আউট করেন।
              বাবাসাহেব আম্বেদ্করের নেতৃত্বে এক বিরাট কৃষক মিছিল বম্বে এসেম্ব্লি ভবনের সামনে গণবিক্ষোভ দেখান। কৃষকদের দাবী ছিলো 'Khoti System' রদ করার জন্য বাবাসাহেব বম্বে এসেম্ব্লি তে যে বিলটি উত্থাপন করেছিলেন, সেই বিলটি অবিলম্বে পাশ করাতে হবে।

67). 1938, 23 শে জানুয়ারি = বাবাসাহেব আম্বেদ্কর আমেদাবাদে এক বিরাট কৃষক সভায় বক্তব্য রাখেন।

68). 1938, 12-13 ই ফেব্রুয়ারী = বাবাসাহেব নাসিক জেলার মানমাডে অনুষ্ঠিত রেলওয়ে শ্রমিকদের এক ঐতিহাসিক সভায় ভাষণ দেন।

69). 1938 , এপ্রিল  = বাবাসাহেব জাতীয় স্বার্থে আলাদা রাজ্য কর্ণাটক গঠনের বিরোধিতা করেন।

70). 1938 ,  মে  = বাবাসাহেব বম্বের সরকারি আইন কলেজের ( The Government Law College )  অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন ।

71). 1938 , 13-21 মে  = বাবাসাহেব কঙ্কনে যান । এই সময় বাবাসাহেব একটি কেসের শুনানির জন্য নাগপুরে যান।

72). 1938 , সেপ্টেম্বর = বম্বের এসেম্ব্লিতে বাবাসাহেব " Industrial Disputes Bill " এর ওপর বক্তব্য রাখেন । বাবাসাহেব বিলটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। কারন এই বিলে শ্রমিকদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার বিধান ছিলো। বাবাসাহেব বলেন " কংগ্রেসীরা যদি বিশ্বাস করে যে স্বরাজ তাদের জন্মগত অধিকার,তাহলে ধর্মঘট ও শ্রমিকদের জন্মগত অধিকার " [ If Congressmen believe that swaraj is their birth-right, then the right to strike is the birth-right of workers'] ।

73). 1938 ,  1লা অক্টোবর = বাবাসাহেব আমেদাবাদের কাছে বাওলা নামক স্থানে এক বিরাট সভায় বক্তব্য রাখেন । ফেরার সময় আমেদাবাদের প্রেমাভাই হলে অনুষ্ঠিত এক সভায় বাবাসাহেব ভাষণ দেন ।

74). 1938 ,  6 ই নভেম্বর = বম্বের কল কারখানা গুলিতে ধর্মঘট শুরু হয়। বাবাসাহেব আম্বেদ্কর ,নিমকার, ডাঙ্গে, পসুলকর প্রমুখের নেতৃত্বে শ্রমিকদের এক বিশাল মিছিল বের হয় কামগর ময়দান থেকে জম্বরি ময়দান পর্যন্ত । বাবাসাহেব জাম্বদাস মেহেতা কে সঙ্গে নিয়ে শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

75). 1938 , 10 ই নভেম্বর = বাবাসাহেব আম্বেদ্কর  বম্বে এসেম্ব্লিতে জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক বিল উত্থাপন করেন।

76). 1938 ,  ডিসেম্বর = বাবাসাহেব আম্বেদ্কর ডিপ্রেসড ক্লাসেস কনফারেন্সে বক্তব্য রাখেন ।

77). 1939 ,  18 ই জানুয়ারি = বাবাসাহেব আম্বেদ্কর রাজকোটে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেন।

78). 1938 ,  19 শে জানুয়ারি = বাবাসাহেব ও গান্ধীর পারস্পরিক সাক্ষাৎকার ।

79). 1939 ,  জুলাই  = বাবাসাহেব ড. আম্বেদ্কর রবিদাস বিদ্যা কমিটি ( Rabidas Vidya Committee ) কর্তৃক আয়োজিত এক মিটিং এ ভাষণ দেন।

80). 1939 ,  অক্টোবর = বাবাসাহেব ড. আম্বেদ্কর ও জওহরলাল নেহেরু র প্রথম সাক্ষাৎকার ।

81). 1939 , ডিসেম্বর = বাবাসাহেব ড. আম্বেদ্করের সভাপতিত্বে হরেগাঁও সম্মেলন ( Conference at Haregaon) অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে মাহাড়দের বিভিন্ন দুরাবস্থা ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরা হয় ।

82). 1940 , মে = বাবাসাহেব ড. আম্বেদ্কর  ' মাহাড় পঞ্চায়েত ' গঠন করেন।

83). 1940 , 22 শে জুলাই = সুভাষ চন্দ্র বসু বম্বেতে বাবাসাহেব ড. আম্বেদ্করের সাথে সাক্ষাৎ করেন।

84). 1940 ,  ডিসেম্বর = বাবাসাহেব ড. আম্বেদ্কর তাঁর বিখ্যাত গ্রন্থ '' থটস অন পাকিস্তান " ( Thoughts on Pakistan) প্রকাশ করেন। এই গ্রন্থটির দ্বিতীয় সংস্করন   1945 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। গ্রন্থটির নাম পরিবর্তন করে রাখা হয় " পাকিস্তান অর পার্টিশন অব ইণ্ডিয়া " ( Pakistan or Partition Of India) ।  বইটির তৃতীয় সংস্করন প্রকাশিত হয় 1946 সালে ।

85). 1941 , 25 শে মে = বাবাসাহেব ড. আম্বেদ্কর " Mahad Dnyati Panchayat Samiti " গঠন করেন।

86). 1941 ,  জুলাই = বাবাসাহেব ড. আম্বেদ্কর  "Defence Advisory Committee" তে মনোনীত হন।

87). 1941 , অগাস্ট = মাহাড়দের ওপর ট্যাক্স ধার্য করার প্রতিবাদে সিন্নরে ( Sinnar ) এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় । বাবাসাহেব No Tax Camp সংগঠিত করেন। এই সমাবেশে তৎকালীন বম্বে গভর্নর উপস্থিত ছিলেন । বম্বে প্রাদেশিক সরকার আরোপিত ট্যাক্স তুলে নেন।
বম্বের মাঙ্গস ও দেবদাসীরা বাবাসাহেব ড. আম্বেদ্করের সভাপতিত্বে "মুম্বই এলাকা কনফারেন্স" ( Munbai Elaka Conference) সংগঠিত করেন।

88). 1942 , এপ্রিল = বাবাসাহেব ড. আম্বেদ্কর নাগপুরে 'All India Scheduled Castes Federation' গঠন করেন।

89). 1942 , 18 ই জুলাই = নাগপুরে অনুষ্ঠিত "All India Depressed Classes Conference" এ বাবাসাহেব ড. আম্বেদ্কর ভাষণ দেন।

90). 1942 ,  20 ই জুলাই = বাবাসাহেব ড. আম্বেদ্কর "Viceroy's Executive Council" এ লেবার মেম্বার হিসেবে  যোগ দেন।

91). 1942, ডিসেম্বর =  বাবাসাহেব  আম্বেদ্কর "The Problems of The Untouchables in India " গবেষনাপত্রটি 'Institute of Pacific Relation 'এর কানাডা কনফারেন্সে পেশ করেন ।

92). 1943, 19 জানুয়ারি =  বাবাসাহেব  আম্বেদ্কর মহদেয় গোবিন্দ রানাডের 101 তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে Presidential ভাষণ দেন। এই বক্তব্য টি গ্রন্থ আকারে "Ranade,Gandhi and Jinnah " শিরোনামে 1943 সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় ।

93). 1944  =  বাবাসাহেব  আম্বেদ্কর " The Building Trust and The Scheduled Caste Improvement Trust " গঠন করেন।

94). 1944, 6 ই মে =  বাবাসাহেব  আম্বেদ্কর বম্বের প্যারেলে অনুষ্ঠিত 'All India Scheduled Caste Fedration 'র বার্ষিক অধিবেশনে ভাষণ দেন । এই ভাষণ টি "The Communal Deadlock And a way to Solve It " নামে গ্রন্থ আকারে প্রকাশ করেন।

95). 1944, জুন =  বাবাসাহেব  আম্বেদ্কর " What Congress and Gandhi have done to the Untouchables " বই টি প্রকাশ করেন। বাবাসাহেব সিমলা কনফারেন্সে যোগ দেন ।

96). 1944, জুলাই =  বাবাসাহেব  আম্বেদ্কর বম্বেতে ' People's Education Society ' গঠন করেন।

97). 1946  =  বাবাসাহেব  আম্বেদ্কর ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদের সামনে বিভিন্ন দাবি তুলে ধরেন ।

98). 1946  ,  এপ্রিল - বাবাসাহেব ড.আম্বেদকর বম্বেতে SIDDHARTHA COLLEGE OF ARTS AND SCIENCE কলেজ স্থাপন করেন।

99). 1946  ,  মে      -  বাবাসাহেব প্রতিষ্ঠিত " ভারত ভুষণ প্রিন্টিং প্রেস " বর্ণহিন্দুরা আগুন ধরিয়ে দেয়।

100). 1946 , 20 জুন- বাবাসাহেব প্রতিষ্ঠিত সিদ্ধার্থ কলেজ চালু হয়।

101). 1946 , সেপ্টেম্বর-  বাবাসাহেব ড.আম্বেদকর লন্ডন যান । ব্রিটিশ সরকার ও বিরোধী দলের নেতাদের এটা বোঝাতে যে ভবিষ্যতে স্বাধীন ভারতবর্ষে নির্যাতিত শ্রেণীর মানুষদের জন্য রক্ষা কবোচ(SAFE GUARDS) প্রয়োজন কেন।

102). 1946 , অক্টোবর -  বাবাসাহেব ড.আম্বেদকর তাঁর বিখ্যাত গ্রন্থ  "WHO WERE THE SUDRAS ?" প্রকাশ করেন।

103). 1946  , নভেম্বর -  বাবাসাহেব ড.আম্বেদকর গণপরিষদে প্রথম বক্তব্য দেন। বাবাসাহেব " STRONG AND UNITED INDIA" পক্ষে সওয়াল করেন।

104). 1947  ,  মার্চ -  বাবাসাহেব ড.আম্বেদকর " STATES AND MINORITIES" গ্রন্থ টি প্রকাশ করেন।

105). 1947 , 15 ই আগস্ট -  বাবাসাহেব ড.আম্বেদকর গণপরিষদে নির্বাচিত হন বম্বে থেকে। বাবসাহেব নেহেরু মন্ত্রিসভায় যোগ দেন। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী।

106). 1947 , 29 শে আগস্ট -  বাবাসাহেব ড.আম্বেদকর গণপরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

107). 1948 , ফেব্রুয়ারি - বাবাসাহেব ড.আম্বেদকর খসড়া সংবিধান ( Draft Constitution) সম্পূর্ণ করেন।

108). 1948  , 15 ই এপ্রিল -  বাবাসাহেব ড. আম্বেদকর ও ড. সারদা কবীরের বিবাহ।

109). 1948 , অক্টোবর -  বাবাসাহেব ড.আম্বেদকর " The Untouchable "  গ্রন্থ টি প্রকাশ করেন। প্রবন্ধটি ' অস্পৃশ্যতার উৎপত্তি' বিষয়ক গবেষণামূলক থিসিস পেপার। বাবাসাহেব ড.আম্বেদকর Dhar Commission 'র কাছে "Maharashtra As A Linguistic Province " নামে একটি স্মারকলিপি পেশ করেন।

110). 1948 , 4 নভেম্বর - বাবাসাহেব ড.আম্বেদকর গণপরিষদের কাছে "খসড়া সংবিধান" পেশ করেন।

111). 1949 , জানুয়ারি -  বাবাসাহেব ড.আম্বেদকর ,ভারতীয় আইনমন্ত্রী , হায়দ্রাবাদ পরিদর্শনে যান।

112). 1949 , 21 ই জানুয়ারি -  বাবাসাহেব ড.আম্বেদকর  কলেজ স্থাপন করার বিষয়ে ঔরঙ্গবাদে যান। বাবাসাহেব অজন্তা-ইলোরা গুহাচিত্র গুলি দেখতে যান।

113). 1949 ,মার্চ - বাবাসাহেব ড. আম্বেদকর সিদ্ধার্থ কলেজ পরিদর্শন করেন।

114). 1949 , সেপ্টেম্বর - বাবাসাহেব ড. আম্বেদকর ও মাধব রাও গোলভালকারের ( Madhavrao Golvalkar) সাক্ষাৎকার।

115). 1949 , নভেম্বর - বাবাসাহেব ড. আম্বেদকর বম্বে আসেন এবং সিদ্ধার্থ কলেজের একটি মিটিং এ অংশগ্রহণ করেন।

116). 1949 , 25 শে নভেম্বর - বাবাসাহেব ড. আম্বেদকর গণপরিষদে ভাষণ দেন।

117). 1949, 26 শে নভেম্বর - ভারতীয় গণপরিষদ সংবিধান গ্রহণ করে। বাবাসাহেব ডঃ আম্বেদকর ডাক্তারি চেকআপের জন্য বম্বে আসেন।

118). 1950 , 11 ই জানুয়ারি - বাবাসাহেব ডঃ আম্বেদকর সিদ্ধার্থ কলেজ আয়োজিত এক সভায় হিন্দু কোড বিল নিয়ে আলোচনা করেন। এইদিন সন্ধ্যাকালে বম্বের নারে পার্ক ময়দানে ( Nare Park Maidan) আয়োজিত সভায় বাবাসাহেব কে "A Silver Casket Containing a copy of the Indian Constitution) প্রদান করা হয়।

119). 1950  , মে - বাবাসাহেব ড: আম্বেদকরের আর্টিকেল "The Buddha and the Future His Religion " কলকাতার মহাবোধি সোসাইটির journal এ প্রকাশিত হয়। বাবাসাহেব ডঃ আম্বেদকর 'Young Men's Buddhist Association ' দ্বারা আয়োজিত সম্মেলনে " The Rise and Fall of Hindu Women" সম্পর্কে বক্তব্য রাখেন। দিল্লিতে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় " Merits of Buddhism " বিষয়ে বক্তব্য দেন।

120). 1950 , 1 লা সেপ্টেম্বর - ড. রাজেন্দ্র প্রসাদ ঔরঙ্গবাদে মিলিন্দ মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাবাসাহেব ডঃ আম্বেদকর ভাষণ দেন।

121). 1950 , ডিসেম্বর - বাবাসাহেব ডঃ আম্বেদকর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ' বিশ্ব বৌদ্ধ কনফারেন্সে ডেলিগেট হিসেবে উপস্থিত হন।

122). 1951 , 5 ই ফেব্রুয়ারি - বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতীয় সংসদে হিন্দু কোড বিল পেশ করেন।

123). 1951 , 15 ই এপ্রিল -  বাবাসাহেব ডঃ আম্বেদকর দিল্লিতে 'Dr.Ambedkar Bhavan' র ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।

124). ১৯৫১, জুলাই - বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতীয় বুদ্ধ জনসংঘ প্রতিষ্ঠা করেন।

125). ১৯৫১, সেপ্টেম্বর- বাবাসাহেব ডঃ আম্বেদকর " বুদ্ধ উপাসনা পথ " নামে একটি বই প্রকাশ করেন।

126). ১৯৫১ , ৯ সেপ্টেম্বর - বাবাসাহেব ডঃ আম্বেদকর নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। বাবাসাহেব "The Rise and Fall of Hindu Women " নামক বইটি প্রকাশ করেন।

127). ১৯৫২ , জানুয়ারি - ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বাবাসাহেব ডঃ আম্বেদকর পরাজিত হন কংগ্রেস প্রার্থী এন.এস.কাজরোলকরের কাছে।

128). ১৯৫২ , মার্চ - বাবাসাহেব ডঃ আম্বেদকর বম্বে থেকে  রাজ্যসভায় মনোনীত হন।

129). ১৯৫২ , ১ লা জুন - বাবাসাহেব ডঃ আম্বেদকর নিউইয়র্ক যাত্রা করেন।

130). ১৯৫২ ,১৫ ই জুন - আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বাবাসাহেব ডঃ আম্বেদকর কে  L.L.D সাম্মানিক ডিগ্রি প্রদান করেন।

131). 1952 , 14 ই জুন- বাবাসাহেব ড. আম্বেদ্কর  বম্বে ফিরে আসেন  ।

132). 1952, 16 ই  ডিসেম্বর - বাবাসাহেব ড. আম্বেদ্কর  বম্বেতে অনুষ্ঠিত " Annual Social Gathering " এ বক্তব্য রাখেন ।

133). 1952, 22 শে ডিসেম্বর- বাবাসাহেব ড. আম্বেদ্কর পুনের বার কাউন্সিলের কনফারেন্সে " Conditions precedent to the Successful working of Democracy " বিষয়ে বক্তব্য রাখেন ।

134). 1953 , 12 ই  জানুয়ারি - ওসমানিয়া বিশ্ববিদ্যালয় বাবাসাহেব ড. আম্বেদ্করকে সাম্মানিক L L D ডিগ্রি  প্রদান করেন ।

135). 1953, এপ্রিল - বাবাসাহেব ড. আম্বেদ্কর  বিদর্ভ অঞ্চলের  ভান্দর লোকসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী মি.বোরকারের নিকট পরাজিত হন।

136). 1953 , ডিসেম্বর- বাবাসাহেব ড. আম্বেদ্কর বম্বের প্যারেলে সেন্ট জেভিয়ার্স ময়দানে অনুষ্ঠিত "All India Conference " র উদ্বোধন করেন।

137). 1954 , মে - বাবাসাহেব ড. আম্বেদ্কর মায়ানমারের রেঙ্গুনে আয়োজিত বুদ্ধ জয়ন্তী কনফারেন্সে উপস্থিত থাকেন।

138). ১৯৫৪ , জুন- মহীশূরের মহারাজা ব্যাঙ্গালোরে বাবাসাহেব ড: আম্বেদ্করের প্রস্তাবিত বুদ্ধিস্ট সেমিনারের জন্য পাঁচ একর জমি দান করেন।

139). ১৯৫৪ , ১৬ ই সেপ্টেম্বর- বাবাসাহেব ড: অম্বেদ্কর " Untouchability (offences ) Bill " রাজ্যসভায় পেশ করেন ।

140). ১৯৫৪ , ৩ রা অক্টোবর - বাবাসাহেব ড: আম্বেদ্করের  " My Personal Philosophy " শীর্ষক একটি বক্তব্য অল ইন্ডিয়া রেডিও থেকে সম্প্রচার হয়।

141). ১৯৫৪, ২৯ অক্টোবর- R D  Bhandare, যিনি তৎকালীন বম্বের Scheduled Caste Federation এর সভাপতি, তিনি Federation র পক্ষ থেকে বম্বের পুরন্দড়ের stedium এ আয়োজিত অনুষ্ঠানে বাবাসাহেব ড: আম্বেদ্করের হাতে ১১৮০০০ টাকা তুলে দেন ।

142). ১৯৫৪, ডিসেম্বর - মায়ানমারের রেঙ্গুনে আয়োজিত তৃতীয় বিশ্ব বৌদ্ধ সম্মেলনে বাবাসাহেব ড: আম্বেদ্কর ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন ।

143). ১৯৫৫, ৩ রা এপ্রিল - বাবাসাহেব ড: আম্বেদ্কর " Why Religion is Necessary " শীর্ষক বক্তব্য দেন ।

144). ১৯৫৫, মে - বাবাসাহেব ড: আম্বেদ্কর " ভারতীয় বুদ্ধ মহাসভা "  ( Bharatiya Buddha Mahasabha)  প্রতিষ্ঠা করেন ।

145). ১৯৫৫ , অগাস্ট - বাবাসাহেব ড: আম্বেদ্কর  " Mumbai Rajya Kanishtha Garkamgari Association " গঠন করেন ।

146). ১৯৫৫, ডিসেম্বর - বাবাসাহেব ড: আম্বেদ্কর তাঁর বিখ্যাত গ্রন্থ  " Thoughts on Linguistics States " প্রকাশ করেন ও পুনের দেহু রোডের পাশে  ( Dehu Road) বুদ্ধের মূর্তি স্থাপন করেন ।

147). ১৯৫৬ , ফেব্রুয়ারি - বাবাসাহেব ডঃ আম্বেদকর তাঁর " The Buddha and His Shamna " এবং " Revolution and Counter Revolution in Ancient India " সম্পূর্ণ করেন।

148). ১৯৫৬ , ১৫ মার্চ - বাবাসাহেব ডঃ আম্বেদকর " The Buddha and His Shamna " গ্রন্থটির মুখবন্ধ (Preface) লেখেন।

149). ১৯৫৬ , ১লা মে - বাবাসাহেব ডঃ আম্বেদকর " Linguistic States " সম্পর্কে রাজ্যসভায় বক্তব্য দেন। তিনি ' Why I like Buddhism ' নামক শিরোনামে লন্ডনের BBC কে ও ' The future of Indian Democracy ' শিরোনামে ' Voice of America ' সাক্ষাৎকার দেন।

150). ১৯৫৬, ২৪ শে মে - বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বম্বের নারে পার্কে ( Nare Park ) আয়োজিত অনুষ্ঠানে বাবাসাহেব ডঃ আম্বেদকর উপস্থিত থাকেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বম্বের B. G. Kher ।

151). ১৯৫৬ , ১৪ ই অক্টোবর - বাবাসাহেব ডঃ আম্বেদকর নাগপুরের ' দীক্ষাভূমি ' তে এক ঐতিহাসিক সমাবেশে স্ব ধম্মে ( বৌদ্ধ ধম্মে ) পাবত্তন করেন। এই সভা থেকে বাবাসাহেব ডঃ আম্বেদকর ' Scheduled Caste Federation ' ভেঙে দেওয়ার ও 'Republic Party' গঠনের কথা ঘোষণা করেন।

152). ১৯৫৬ , ২০ ই নভেম্বর - নেপালের কাঠমান্ডুতে আয়োজিত চতুর্থ বিশ্ব বৌদ্ধ সম্মেলনে ডেলিগেট হিসেবে বাবাসাহেব ডঃ আম্বেদকর " Buddha or Karl Marx " শীর্ষক ভাষণ দেন।

153). ১৯৫৬ , ৬ ই ডিসেম্বর - বাবাসাহেব ডঃ আম্বেদকর নিব্বান প্রাপ্ত হন দিল্লির , ২৬ আলিপুর রোডস্তিত নিজস্ব বাসভবনে।

154). ১৯৫৬ , ৭ ই ডিসেম্বর - বম্বের দাদরে ' চৈত্যভূমি' তে সমাধিস্থ করা হয়।

তথ্য সাহায্য ( 1 - 154 ) :-
----------------------------------
shodhganga.inflibnet.ac.in › ...PDF
Web results
principal events in the life of dr. babasaheb ambedkar - Shodhganga

No comments

Biden, Senators Agree to Roughly $1 Trillion Infrastructure Plan

  Andrew Duehren, Kristina Peterson, Sabrina Siddiqui LyrArc Article Gist.  An initial deposit to rebuild the broken American water, transpo...

Powered by Blogger.